চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin

সরকারি আদেশ না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আনোয়ারায়

প্রকাশ: ২০২০-০৫-১৩ ০০:৩৪:২৯ || আপডেট: ২০২০-০৫-১৩ ০০:৩৪:৩৪

আনোয়ারা প্রতিনিধি■
চট্টগ্রামের আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) উপজেলার চাতরী চৌমুহনী বাজার, বন্দর কমিউনিটি সেন্টার ও বটতলী রুস্তমহাট বাজারে পজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. তানভীর হাসান আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫ দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে উপজেলায় বেশকিছু দোকান ও শপিংমল খোলা রাখা হয়েছে। এসব হাটবাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল সকাল ১০টায় থেকে বিকেল ৪টার পর্যন্ত খোলা রাখার কথা থাকলেও কিছু ব্যবসায়ী তাদের দোকানপাট ৪টার পরও খোলা রাখেন। তাই ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কমিশনার মো. তানভীর হাসান আহমেদ বলেন, বিকাল ৪টার পর বন্ধের নির্দেশনা রয়েছে। তারপরও কিছু ব্যবসায়ী সেটি মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় ১৫টি দোকানের মালিকদের ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *