চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

পটিয়া-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা: আটক ২

প্রকাশ: ২০২০-০৫-১৪ ১৮:০৪:৩২ || আপডেট: ২০২০-০৫-১৪ ১৮:০৪:৩৭

পটিয়া প্রতিনিধি|
পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৬টার দিকে পটিয়া- রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ি এলাকায় র‌্যাব অভিযান চালায়। অভিযানে ৪টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরীর বিপুল সরঞ্জামাদি জব্দ করে।

এসময় অস্ত্র তৈরির দুইজন কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রোকন (৩৮) ও মো. আবদুল (৩২)। মো. রোকন রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশীয়ার মৃত আবুল কাশেমের ছেলে ও মো. আবদুল একই এলাকার জয়লালের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানায় অস্ত্র তৈরি করে আসছিল। এসব অস্ত্র পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *