চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

কুয়েতে মাস্ক না পরলে ৫ হাজার দিনার জরিমানা ও ৩ মাসের জেল

প্রকাশ: ২০২০-০৫-১৮ ১৭:০৮:৪৮ || আপডেট: ২০২০-০৫-১৮ ১৭:০৮:৫৩

জাহাঙ্গীর আলম, কুয়েত প্রতিনিধি|

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুয়েতে ঘরের বাইরে মুখে মাস্ক না পরলে জেল ও জরিমানার বিধান করেছে দেশটির সরকার। রবিবার (১৭ মে) দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকা আরব টাইম ও কুয়েত টাইমস এক সংস্করণে এই তথ্য নিশ্চিত করে।

সংবাদে আরও বলা হয় কেউ যদি নিয়ম অমান্য করে ঘরের বাইরে মুখে মাস্ক না পরে বের হয় এবং জনসমাগমস্থলে মাস্ক ব্যতীত ঘুরাঘুরি করে তাহলে তার সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেল হতে পারে অথবা সর্বোচ্চ ৫ হাজার কুয়েতি দিনার (বাংলা টাকায় ১৩ লাখ ৭৫ হাজার) জরিমানা হতে পারে। এমন কি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

করোনা বিস্তার রোধে কুয়েতে গত ১০ মে হতে ৩০ মে পর্যন্ত ২৪ ঘন্টা কারফিউ ঘোষণা করা হয়েছে। এই কারফিউ চলাকালীন সময়ে প্রতিদিন বিকাল সাড়ে ৪ থেকে সাড়ে ৬ পর্যন্ত শিথিল করা হয়েছে। নিজ নিজ আবাসিক এলাকায় ব্যায়াম ও হাটাচলার জন্য। শর্ত হিসেব উল্লেখ করা হয়েছে কোন ধরনের যানবাহন ব্যবহার করা যাবে না। মাস্ক, গ্লাবস ব্যবহার বাধ্যতামূলক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *