চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

মো: নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশ আবদুল বারী হাট-বাগিছাহাট সড়ক কেটে ফেলেছে মাটি খেকোরা

প্রকাশ: ২০২০-০৫-১৯ ২২:৩৮:০০ || আপডেট: ২০২০-০৫-১৯ ২২:৩৮:০৪

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম)|

চট্টগ্রামে চন্দনাইশ পৌরসভার আবদুল বারীহাট থেকে বাগিছাহাট পর্যন্ত সড়কের হযরত কুতুব শাহ (রহ:) মাজার সংলগ্ন বাঁকে মাটি দস্যুরা সদ্য সংস্কারকৃত সড়ক কেটে ফেলেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,আবদুল বারীহাট-বাগিছাহাট সড়কের কুতুব শাহ মাজার সংলগ্ন বাঁকে রাতের আঁধারে মাটি দস্যুরা ডাম্পার দিয়ে মাটি বহন করতে সড়কের একাংশ কেটে ফেলে। স্থানীয়রা বিষয়টি দেখে ঠিকাদারকে জানান। জানা যায়, গত ৩ দিন পূর্বে ৫৮ লক্ষ টাকা ব্যয়ে দেড় কি.লি.সড়ক সংস্কার কাজ শেষ করার পর মাটি দস্যুরা সড়কটি একটি অংশ কেটে ফেলে।

এ ব্যাপারে উপজেলার প্রকৌশলী মো.রেজাউন নবী বলেছেন, তিনি বিষয়টি জেনে সংশ্লিষ্ট ঠিকাদারকে বলেছেন এ বিষয়ে অভিযোগ দিতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেছেন, সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সড়ক রাতের আঁধারে কেটে ফেলেছে যারা তাদের ব্যাপারে স্থানীয়রা কোন অভিযোগ দেয়নি। এ বিষয়ে এলাকাবাসীকে সজাগ থেকে প্রতিবাদ করতে হবে। তারা প্রশাসনকেও জানায়নি। সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *