চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মোহাম্মদ আতিক উল্ল্যাহ মদিনা প্রতিনিধি, সৌদি আরব

জেদ্দায় লোহাগাড়ার সন্তান ডাক্তার আবদুর রহিমের করোনায় মৃত্যু

প্রকাশ: ২০২০-০৫-১৯ ২৩:৫৫:৫২ || আপডেট: ২০২০-০৫-১৯ ২৩:৫৫:৫৮

আতিক উল্লাহ, মদিনা (সৌদি আরব)|

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ৩লক্ষ ১৯হাজার ৩৬০জন মানুষ প্রাণ হারিয়েছে। আর সেই প্রাণঘাতী করোনা যুদ্ধে নিজে অসংখ্য করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে অবশেষে নিজেই মৃত্যুর কাছে হার মানলেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামার দিঘীর পাড়ের আমির হোসেনের পুত্র ডাক্তার আবদুর রহিম।

ডাক্তার আবদুর রহিম সোমবার রাত ১১:৩০ মিনিটে জেদ্দা বিন লাদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহী ওয়াইন্নাইলাইহী রাজেউন)।

ডাক্তার আবদুর রহিম করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন থেকে ডা.আবদুর রহিম জেদ্দা বিন লাদেন হাসপাতালে কর্মরত ছিলেন।

আজ ১৯-০৫-২০২০ সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৫০৯ জন, মোট আক্রান্ত হয়েছেন ৫৯,৮৫৪ জন।

সৌদিতে আজ মৃত্যুবরণ করেছেন ০৯ জন, এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৩২৯ জন, এ পর্যন্ত বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন ১০৯ জন,

আজ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১,৬৩৪ জন, এখন পর্যন্ত ২৭,৮৯১ জন চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *