চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

কচ্ছপিয়ায় অসহায়দের ঈদবস্ত্র দিলেন মিঞাজী ফাউন্ডেশনের সভাপতি হেলাল

প্রকাশ: ২০২০-০৫-২২ ২২:১৩:২২ || আপডেট: ২০২০-০৫-২২ ২২:১৩:২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গরীব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কচ্ছপিয়ার ঐতিহ্যবাহী মিঞাজী
পরিবারের সমন্বয়ে গড়া সংগঠন মিঞাজী ফাউন্ডেশনের পক্ষে শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর হইতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬শত দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে । সংগঠনের সভাপতি মিঞাজী পরিবারের কর্নধার শফিকুল আকবর হেলালের নিজ অর্থায়ানে এ ঈদবস্ত্র তিনি মানুষের হাতে তোলে দেন।এসব ঈদবস্ত্রের মধ্যে রয়েছে- ২৫০ পিচ শাড়ি, ২০০পিচ লুঙ্গি, ১০০ পিচ ত্রিপিছ ও ৫০ পিচ থামী। এছাড়াও উপস্থিত আরো শতাধিক মহিলা ও বৃদ্ধদের মাঝে নগদ অর্থ তুলে দেন তিনি। ঈদবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, এলাকার প্রবিণ মুরব্বি হাজী ফরিদ আহমদ, মোঃ শফিউল আজম, আব্দুর রহিম, জাফর আলম, ফারুখ আহমদ, কহিনুর ও শাহজাহান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি হেলাল বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি আর এই আনন্দ ও খুশিকে ভাগাভাগি করতে আমি কচ্ছপিয়া ইউনিয়নবাসীর সাথে সব সময় মিলেমিশে থাকতে চায়। তাদের আনন্দ মানে আমার আনন্দ। ইতিপূর্বে তার উদ্যোগে করোনা ভাইরাসে ঘরবন্দি দেড় হাজার মানুষের মাঝে ত্রান বিতরণ সহ অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও তরুণ সমাজের অহংকার গরীবের বন্ধু নামে খ্যাত হেলাল প্রতিদিন কোন না কোন সহযোগিতায় ও এলাকার মানুষের সেবায় নিয়োজিত আছেন ভবিষ্যতে থাকার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *