চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে মন্দিরে বিশেষ প্রার্থনা

প্রকাশ: ২০২০-০৫-২২ ২১:৫৬:১৯ || আপডেট: ২০২০-০৫-২২ ২১:৫৬:২৪

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী করোনাভাইরাস ভাইরাস পরিক্ষায় নেগেটিভ আসায় মহান ঈশ্বরের নিকট প্রার্থনা করেছেন সনাতন ধর্মের পৌরতিত ও ধর্মীয় গুরুরা। ২২মে শুক্রবার সন্ধ্যায় এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের একটি ঠাকুর ঘরের মন্দিরে। জানা যায়, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে আশু রোগ মুক্তি কামনা ও সাংসদের দীর্ঘায়ু কামনায় এই প্রার্থনার আয়োজন করা হয়। মন্ডপের পৌরহিত লিটন চক্রবর্তী পৌরতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ প্রার্থনা সভায় পৌর এলাকার অর্ধ শত ধর্মীয় পৌরহিত অংশ গ্রহন করেন। তারা সৃষ্টিকর্তার নিকট রাউজানের মাননীয় সাংসদ আধুনিক রাউজানের রূপকার জননন্দিত নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে করোনাভাইরাসে আক্রান্ত উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও সাংসদের নিরাপত্তা কর্মী, সাবেক ছাত্রনেতা ম্যালকম চক্রবর্তী সহ দেশে আক্রান্ত সকল মানুষের জন্য সৃষ্টিকর্তার নিকট আশির্বাদ কামনা করা হয়। রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী জানান, পৃথিবী আজ মহা সংকটকাল অতিক্রম করছে। করোনা নামক প্রাণঘাতি ভাইরাসে সারা বিশ্ব হারিছে কয়েক লাখ মানুষ। আমাদের দেশে অনেক তাজা প্রাণ অসময়ে ঝড়ে পরেছে মহামারী করোনার আঘাতে। রাউজানের প্রাণপ্রিয় নেতা সাংসদ ফজলে করিম চৌধুরী করোনাভাইরাস মোকাবিলায় অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি রাউজানের মানুষের কল্যাণে রাতদিন ত্রাণ বিতরণ করেছেন। জন বান্ধব এই নেতা জনগনের আশির্বাদে নতুন জীবন ফিরে পেয়েছে। তিনি বলেন, রাউজানে স্বাধীনতার পর তিনিই একমাত্র জনপ্রতিনিধি যিনি রাউজানকে উন্নয়নে সাজিয়ছে উন্নত উপজেলার আদলে। এমন নেতা ফজলে করিম চৌধুরী বেঁচে থাকলে দেশের উন্নয় হবে সর্বাঙ্গে। তিনি বলেন, নেতার জন্য চট্টগ্রাম জুড়ে সাধারণ মানুষ একাকার। মসজিদ, মন্দির ও অন্যান্য উপসানালয়ে চলছে দোয়া ও প্রার্থনা সভা। এছাড়া প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে রাউজান রাস বিহারী কেন্দ্রীয় মন্দিরে। এই প্রার্থনা সভাটির আয়োজন করেন রাস ধামের সভাপতি পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *