চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

নিরানন্দ করোনার ঈদ

প্রকাশ: ২০২০-০৫-২৪ ০১:০৯:১৭ || আপডেট: ২০২০-০৫-২৪ ০১:০৯:২০


মুহাম্মদ সোলাইমান

বিশ্ব মুসলিম মিল্লাতের মাঝে
এসেছে নিরানন্দ ‘করোনা মহামারি ঈদ’,
আনন্দ কোলাহল করোনাতে বিসর্জন
চতুর্দিকে বেজে উঠিল দুখের গীত।

সচেতন মানুষ ঈদ শপিং বর্জনে
নতুন জামা নেই করো গা’য়ে,
এমন উৎসব দেখিনি কভু
মলিন বদন ছেঁড়া জুতা পা’য়ে।

কোলাকুলি-করমর্দন একেবারে নিষেধ
আনন্দহীন ঈদ মুসলিম বিশ্ব মাঝে,
অন্যের বাড়ীর কোর্মা-পোলাও খাওয়া
স্বাস্থ্য সুরক্ষায় বাঁধা সকল কাজে।

এবারের ঈদ বাড়ীতে থাকা
ঘরোয়া জেলখানায় সবাই বন্দী,
মুসলিম উৎসব মাটি করতে
করোনা মহামারি করেছে ফন্দি।

২০২০ করোনা মহামারি ‘নিরানন্দ ঈদ’
গণজমায়েত হয়েছে তাই সর্বত্র নিষিদ্ধ,
করোনায় মরছে মানুষ লাখে লাখে
পরপারে অকালে তরতাজা প্রাণ বিশুদ্ধ।

যেখানে আছো সেখানেই ঈদ
স্থান ত্যাগে সরকারি আদেশে মানা,
ঘরবন্দী মানুষ কঠিন মুহুর্ত
পাড়ি দিবে আগে ছিলনা জানা।

মানুষের পাপরাশি ভারি হওয়ায়
করোনা মহামারি গজব আসিল ভবে,
গণপরিবহন চলাচল নিষেধ,
সামাজিক দূরত্ব সবে মানতে হবে।

করোনার ছোবলে ইফতার মাহফিল
জনসমাগম একেবারেই ছিল নিষিদ্ধ,
‘লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন,
মাস্ক, স্যানিটাইজার’ শব্দগুলো প্রসিদ্ধ।

সবার ঘরে ঘরে অভাবের তাড়না
বাহিরে সর্বত্র করোনা মহামারি মৃত্যু ভয়,
নিরানন্দ করোনা মহামারি ঈদ,
মুসলিম বিশ্বে উৎসব এভাবেই পালিত হয়।

লেখক-কবি মুহাম্মদ সোলাইমান।
শিক্ষক-গৌড়স্থান উচ্চ বিদ্যালয়,লোহাগাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *