রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৫-৩০ ২১:১০:০১ || আপডেট: ২০২০-০৫-৩০ ২১:১০:০৬
রফিকুল আলম, ফটিকছড়ি|
ফটিকছড়িতে এক বাড়িতে হামলার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার নাম মহিন উদ্দিনকে (৩৫)। শুক্রবার (২৯ মে) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহিন পশ্চিম সুন্দর পুর গণি মিয়া সওদাগরের বাড়ির কবীর আহমদের ছেলে।
ফটিকছড়ি থানা জানায়, উপজেলার পশ্চিম সুন্দরপুরের গণি মিয়া বাড়িতে গত ২৪ মে সাগর ও শাহিন নামের দুই ছেলেকে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ নয়ন বাদি হয়ে ফটিকছড়ি থানায় মহিন উদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পরে অপরাধ তদন্তে নামে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (উপ-পরিদর্শক) দেলোয়ার ভূঁইয়া জানান, মহিন একটি বাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। আজ শনিবার (৩০ মে) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।