চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মোহাম্মদ আতিক উল্ল্যাহ মদিনা প্রতিনিধি, সৌদি আরব

আজ থেকে সৌদি আরবে মাস্ক ছাড়া রাস্তায় বের হলে ১০০০ রিয়াল জরিমানা

প্রকাশ: ২০২০-০৫-৩০ ২০:৪৪:২৭ || আপডেট: ২০২০-০৫-৩০ ২০:৪৪:৩২

আতিক উল্লাহ, মদিনা( সৌদি আরব)|

মাস্ক ছাড়া রাস্তায় বের হলে ১০০০ রিয়াল জরিমানা গুনতে হবে। তাই মাস্ক ছাড়া বাসা থেকে বের না হতে সাবধান করা হয়েছে।

মাস্ক ব্যবহার না করার জরিমানাঃ
সৌদি স্বরাস্ট্র মন্ত্রনালয়ের দেয়া বিবৃতিতে উল্লেখ করা হয়ঃ ঘরের বাইরে অবস্থানকালীন সময়ে মুখে মাস্ক ব্যবহার না করলে ১০০০ (এক হাজার) রিয়াল ফাইন দিতে হবে।

মাস্ক ব্যবহারের সময়ে নাকমুখ মাস্কদ্বারা আবৃত থাকতে হবে, নাক মুখ খোলা থাকলে ফাইন দিততে হবে, সামাজিক দূরত্ব বজার রাখতে হবে, টেম্পারেচার পরিমাপে বাধা দেয়া যাবে না।

৩০-মে সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,১৮ জন, মোট আক্রান্ত হয়েছেন ৮৩,৩৮৪ জন, এদের মধ্যে বাংলাদেশি নারী-পুরুষ আক্রান্তের সংখ্যা প্রায় ৮ হাজার জন।

সৌদিতে আজ মৃত্যুবরণ করেছেন ২২ জন, এ নিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৪৮০ জন, এ পর্যন্ত বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন ১৭১জন।

আজ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮,৮৮৩ জন, এখন পর্যন্ত ২৪,০২১ জন চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *