চট্টগ্রাম, , বুধবার, ২ অক্টোবর ২০২৪

মোহাম্মদ আতিক উল্ল্যাহ মদিনা প্রতিনিধি, সৌদি আরব

আজ সৌদিতে খুলছে ৯০ হাজার মসজিদ

প্রকাশ: ২০২০-০৫-৩১ ০০:৪৭:৫১ || আপডেট: ২০২০-০৫-৩১ ০০:৪৭:৫৫

আতিক উল্লাহ, মদিনা (সৌদি আরব)|

আজ রবিবার স্যানিটাইজেশন নিশ্চিত হবার পর সৌদিতে খুলছে ৯০ হাজার মসজিদ ! সৌদি ইসলামী মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত সমগ্র সৌদি আরব জুড়ে সকল ছোট বড় মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণ, পরিস্কার ও স্যানিটাইজেশন করার জন্য। ৩১ মে রবিবার ফজর ওয়াক্ত থেকেই মসজিদসমূহ পুনরায় চালুর আগেই এগুলির যথার্থতা নিশ্চিত করতে হবে। মক্কা নগরীর মসজিদগুলি ছাড়া এই সকল মসজিদ খুলছে প্রায় দুই মাস পর।


সকল মসজিদ সমূহ সৌদি ইসলামী মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আব্দুল লতিফ আল আশেইখ ও সৌদি ওলামা পরিষদ নির্দেশনা ও অনুমোদন সাপেক্ষে খোলা হচ্ছে।

শুধু মসজিদ কর্তৃপক্ষ নয়, মুসল্লিদের জন্যও থাকছে কিছু নির্দেশনা।

যেমন মসজিদে আগমনের পুর্বে অবশ্যই হাত খুব ভালভাবে সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিস্কার করে মসজিদে আসতে হবে। বয়স্ক ও অসুস্থদের মসজিদে আসার বদলে বাসাতেই নামাজ পড়তে বলা হয়েছে। বয়স্ক ও অসুস্থরা ঘরে বসে অর্থ সহকারে কুরআন শরীফ পড়তে পারেন।

মসজিদে মুসল্লিদের অবশ্যই নিজস্ব জায়নামাজ বা ম্যাট নিয়ে যেতে হবে এবং পরস্পরের সাথে দুই মিটার দূরত্ব রেখে নামাজে বসতে হবে।

১৫ বছরের নীচে কোন শিশুকে মসজিদে আনা সম্পূর্ণরুপে নিষিদ্ধ। মুসুল্লিদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

হাত মিলানো বা করমর্দন এবং মসজিদের গেটে বা আশেপাশে জটলা পাকিয়ে আড্ডা দেওয়ার অভ্যাস অবশ্যই পরিহার করতে হবে।

সেই সাথে সৌদি ইসলামী মন্ত্রণালয় সমগ্র সৌদি আরব জুড়ে মসজিদ সমূহে ৪৩ মিলিয়ন কপি কুরআন মাজিদ বিতরণ করবে।

সেই সাথে ৬ লাখ কুরআন মাজিদ রাখার তাক এবং ১ লাখ ৭৬ হাজার পানি রাখার ফিল্টার বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *