চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

বোয়ালখালীর পৌর কাউন্সিলর সোলায়মান বাবুল সাময়িক বরখাস্ত

প্রকাশ: ২০২০-০৬-০৩ ১৯:০২:৪৮ || আপডেট: ২০২০-০৬-০৩ ১৯:০২:৫৪

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোলাইমান বাবুলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ কার্যক্রমে অনিয়মের অভিযোগ জেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে মঙ্গল বার (২ জুন) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য করোনাভাইরাস সংক্রামন পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে কর্মহীন মানুষের জন্য পাঠানো প্রধানমন্ত্রীর মানবিক সহয়তার টাকা কাউন্সিলর নিজের মোবাইলে ও দুইজন আর্থিক স্বচ্ছল ব্যক্তির তালিকায় নাম থাকার অভিযোগ উঠে।

এ অভিযোগে তদন্তে সত্যতা পাওয়ায় সাময়িকভাবে বরাখাস্ত করেন বোয়ালখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোলাইমান বাবুলসহ দেশের ১১জন জনপ্রতিনিধিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *