চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন শাহাদাত হোসেন

প্রকাশ: ২০২০-০৬-০৪ ১১:৫৬:৩৬ || আপডেট: ২০২০-০৬-০৪ ১১:৫৬:৪০

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মোহাম্মদ শাহাদাত হোসেন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গির দেশের বাইরে যাওয়ায় দলীয় সাংগঠনিক কর্মকান্ড অব্যাহত রাখতে এবং করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে জননেত্রী শেখ হাসিনার আগামীর কর্মসূচি সমূহ এগিয়ে নেওয়ার জন্য বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন কে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। আজ বুধবার (৩ জুন) উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা ঘোষণা করা হয়। বিষয়টি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদকে অবহিত করা হয়েছে। অপরদিকে শাহাদাত হোসেন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, বাবার মুখে বঙ্গবন্ধুর দেশপ্রেমের কথা শুনে স্কুল জীবন থেকে ছাত্রলীগের মাধ্যমেই আমার রাজনীতিতে প্রদার্পণ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত হয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে জননেতা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের দিক-নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। বিশেষ করে বর্তমানে করোনা ভাইরাস নামক যে মহাদূর্যোগের মধ্য দিয়ে দেশ অতিবাহিত হচ্ছে তার থেকে জনসাধারণকে বাচাতে আমার প্রাণপণ চেষ্ঠা অব্যাহত থাকবে। আমাকে উপজেলা আওয়ামীলীগের দায়িত্ব দেয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে হাজারো শোকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুর আলম জাহাঙ্গিরসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আগামি দিনগুলি মানুষের সেবার মাধ্যমে কাটাতে সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ্য যে, শাহাদাত হোসেন উপজেলার পশ্চিম কধুরখীল বদল গোমস্তার বাড়ীর মৃত সিরাজুল ইসলামের পুত্র। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা এই রাজনীতিবিদ ইতিপূর্বে নিষ্ঠার সাথে কধুরখীল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *