চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

লকডাউনে ৭ হাজার ৪৮২টি বিবাহ বিচ্ছেদ সৌদিতে

প্রকাশ: ২০২০-০৬-০৪ ২২:৪১:০৮ || আপডেট: ২০২০-০৬-০৪ ২২:৪১:১৪

বিদেশ ডেস্ক|

সৌদি আরবে অস্বাভাবিকভাবে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। করোনাভাইরাস পরিস্থিতিতে আরোপিত লকডাউনে অন্য সময়ের তুলনায় দেশটিতে বিয়ে বিচ্ছেদের ঘটনা ৩০ শতাংশ বেড়েছে। এদের অধিকাংশই ঘটেছে রাজধানী রিয়াদ ও মক্কা শহরে।

দেশটির দৈনিক পত্রিকার একটি প্রতিবেদনে বল হয়, দেশটিতে করোনা রোধে আরোপ করা লকডাউনে ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। এতে অনেক নারীর কাছে প্রকাশ হয়ে পড়ে যে, তাদের স্বামীরা গোপনে দ্বিতীয় বিয়ে করেছে। এ কারণে ফেব্রুয়ারিতেই ভ্রমণ নিষেধাজ্ঞা, কারফিউসহ নানা বিধিনিষেধের সময় ৭ হাজার ৪৮২টি বিবাহ বিচ্ছেদ ঘটেছে।

সংবাদমাধ্যম দ্য নিউ আরবের এক প্রতিবেদনে গতকাল বুধবার বলা হয়, সৌদি পুরুষদের ঐতিহ্যগতভাবে একাধিক বিয়ে করার প্রবণতা রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার যুগে পুরুষদের এই ধারণা প্রত্যাখ্যান করছেন নারীরা। একইসঙ্গে সৌদি সমাজে পরিবর্তন আনছেন।

এদিকে বিয়ে বিচ্ছেদের ঘটনা বাড়ার খবর পাওয়া যাচ্ছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতেও। গেল এপ্রিলে বিয়ে বিচ্ছেদ সম্পর্কিত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত করা যাবে বলে ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *