চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

৮২দিন পর মসজিদে জুমার নামাজ আদায় করল সৌদি প্রবাসীরা

প্রকাশ: ২০২০-০৬-০৫ ১৯:২১:৪২ || আপডেট: ২০২০-০৬-০৫ ১৯:২১:৪৭

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি|

র্দীঘ ৮২ দিন প্রায় ৩ মাস মহামারি করোনার কবলে পড়ে অবরুদ্ধ ও গৃহবন্দি থাকা সৌদি প্রবাসীরা আজ জুমাআ নামাজ আদায় করলেন।

পবিত্র নগর মদিনা মানোয়ার মসজিদে নববী সহ সমগ্র সৌদি আরব জুড়ে বন্ধ থাকা প্রায় ৯০ হাজারো বেশি মসজিদ খুলে দেয়ার পর প্রথম আজ ৫ জুন শুক্রবার করোনাকালীন কারফিউ পরবর্তি জনশূণ্য ১১ জুম্মার নামাজের পর ১২ তম জুম্মা নামাজ আদায় করলেন প্রবাসী-সহ ধর্মপ্রা মুসল্লীরা।

দেখা যায়, আংশিক শিথিল মাধ্যমে স্ববাবিক জীবনে আলো দেখে বেশ খুশিতে প্রবাসীরা।


ফজরের নামাজের পর থেকে জুমাআ নামাজ মসজিদে আদায় করা জন্য প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লি ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের দেশটিতে থাকা প্রবাসীরা।


সৌদি সময় সকাল সাড়ে ৮ টা থেকে মসজিদে নববীতে চার পাশ্ব থেকে মুসল্লিরা আসতে দেখা যায়। করোনা আইন মেনে চলে সে নিয়মে লাইনে দাড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করেন

মক্কা-মদিনা ও সৌদির জুমা মসজিদের খুতবায় সবাইকে ঘরে থেকে নিরাপদে থাকার আহবান জানিয়ে সবার শান্তি ও সমৃদ্ধ কামনা করে মহামারী করোনা ও বিশ্বের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে দোয়া চেয়ে মোনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *