রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৬-০৭ ১৬:৩১:৩২ || আপডেট: ২০২০-০৬-০৭ ১৬:৩১:৩৭
রফিকুল আলম, ফটিকছড়ি|
ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন বলেছেন, নির্বাচনী ইশতিহারে প্রতিশ্রুতি দিয়ে ছিলাম পৌর এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের। তিনি ২নং ওয়ার্ডের মুহাম্মদ জামান চৌধুরী নতুন বাড়ী তথা রাবার বাগান সংলগ্ন এলাকায় বিদ্যূৎ ও সড়ক সহ নানাবিধ উন্নয়নের কথা বলেন। তিনি আরো বলেন,তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে অাগেই বিদ্যূৎ সরবরাহ হয় আজ রবিবার ৭ জুন উদ্ভোধন হলো প্রিয় এলাকার দীর্ঘ ১৮০০ ফুট এর ব্রিক সলিং সড়কের কাজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কাউন্সিলর আলা উদ্দিন আল রাকিবের সভাপতিত্বে অনুষ্টিত উদ্ভোধনী অনুষ্টানে অতিথি ছিলেন,কাউন্সিলর ও ফটিকছড়ি প্রেসক্লাব সাধারন সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম,ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেক আলী সিকদার শুভ, ঠিকাদার মেজবাহ উদ্দিন,কাউন্সিলর সেলিনা আকতার,মুহাম্মদ এরশাদ ও মুহাম্মদ হারুন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাছাড়া গত কয়েক দিন আগে ১ নং ওয়ার্ডের আশু গোমস্তার বাড়ী – মাওলানা মির আহম্মদ মুনিরী সড়ক ও আবদুর রহমান টেন্ডল বাড়ীর দক্ষিন অংশ হতে ভোলা পুকুরের উত্তর পাশে পর্যন্ত , সেবা খোলা সড়কের উত্তর অংশে ব্রিক সলিং (১৮০০ ফুট), রাঙ্গামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ( বোর্ড স্কুল) পাকা দেয়াল নির্মাণ এবং পৌর পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন শ্রেণী কক্ষ নির্মানাধীন রয়েছে।