চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: ২০২০-০৬-০৯ ১৮:১৪:৫৮ || আপডেট: ২০২০-০৬-০৯ ১৮:১৫:০২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন করেরহাট-রামগড় সড়কে দাঁতমারা এলাকায় গত রবিবার গভীর রাতে একটি প্রাইভেটকার তল্লাশি করে বিদেশী মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।


আটককৃত আসামীরা হল দিদারুল অালম(২৭),পিতা আব্দুল জলিল,সাং মগাদিয়া ৯ নং ওয়ার্ড; মমতাজুল হক (২৮) পিতা একরামুল হক,সাং মধ্যম পলাশবাড়ী, ২ নং ওয়ার্ড; মেজবাউল আলম(২৮),পিতা নবীদুর রহমান,সাং তারাঘটিয়া,৭ নং ওয়ার্ড সর্বথানা মীরশ্বরাই, চট্টগ্রাম। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/বি ধারায় ভূজপুর থানায় মামলা দায়ের পূর্বক তাদেরকে সোমবার ৮ জুন জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *