চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করায় ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২০২০-০৬-০৯ ১৮:১০:৫৫ || আপডেট: ২০২০-০৬-০৯ ১৮:১০:৫৮

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি|
রাউজানের কদলপুর ইউনিয়নের হযরত আশরাফ শাহ মাজারের পেছনের পাহাড়ি অঞ্চলের পাহাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়ায় মেসার্স মাজেদা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গত সোমবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানার আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,পাহাড় কাটার অভিযোগ পেয়ে ৩০ মে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দীনের নেতৃত্বে একটি টিম কদলপুর ইউনিয়নের ওই পাহাড়ি এলাকা পরিদর্শন করেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পান। এ কারণে শুনানি শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *