চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

টিউশনের টাকায় জীবাণুনাশক উপকরণ বিতরণ সনাতনী সংসদের

প্রকাশ: ২০২০-০৬-২১ ২২:৪২:০১ || আপডেট: ২০২০-০৬-২১ ২২:৪২:০৫

রাউজান প্রতিনিধিঃ


বৈশ্বিক করোনাভাইরাস মোকাবেলায় জীবাণু নাশক উপকরণ বিতরণ করেছে রাউজান সনাতনী সংসদ। ২১জুন রবিবার সকালে জলিল নগর বাস ষ্টেশান এলাকায় এই জীবাণু নাশক উপকরণ বিতরণ করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দরা মাক্স, গ্লাভ্স, হ্যান্ড সেনিটেজার, সাবান বিতরণ করেন। জীবাণু নাশক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক প্রদীপ শীল। এসময় উপস্থিত ছিলেন রাউজান সনাতনী সংসদের কর্মকর্তা ইমন সেন, অমিত শম্মা, ইমন শীল, প্রিয়ম সেন, দূর্জয় শীল, শুভ শীল, রিগ্যান শীল, রিপন শীল, হৃদয় দে’সহ আরো অনেকেই। প্রধান অতিথি সাংবাদিক প্রদীপ শীল বলেন, করোনা আক্রান্ত প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুও হচ্ছে সীমাহীন। চরম এই ক্রান্তিকালে রাউজান সনাতন সংসদ মানুষের জীবণ রক্ষায় মানবিক কাজে এগিয়ে এসেছে। সংগঠনের একঝাঁক শিক্ষার্থীর মানবতায় হাজারো মানুষের সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। তাদের পরিচয় হবে বৈশ্বিক করোনা যোদ্ধা হিসাব। রাউজান সনাতন সংসদের মূখপাত্র ইমন সেন জানান, মহামারী করোনা যুদ্ধে বড়দের পাশাপাশি আমরা ছোটরাও পাশে থাকতে চাই। মানুষকে সচেতন করছি মাক্স পড়তে। আমরা টিউশনের টাকায় রাস্তায় আসা লোকজনের মাঝে মাক্সসহ জীবাণু নাশক উপকরণ দিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *