জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৬-২৫ ২৩:৫৮:৩৬ || আপডেট: ২০২০-০৬-২৫ ২৩:৫৮:৪১
আনোয়ারা প্রতিনিধি|
অবশেষে চিকিৎসাধীন অবস্থায সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ারার ব্যবসায়ী গিয়াস উদ্দিনের (৩৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র।
জানা যায়, গত ২২ শে জুন বিকেলে কর্ণফুলী থানার ফকিনীরহাটে গিয়াস উদ্দিন ব্যবসায়িক কাজে যান। সেখানে রাস্তা পার হবার সময় সিএনজির সাথে ধাক্কা খেয়ে তিনি মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল স্থানান্তর করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আজ সকাল ১১ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের মাঝে শোকের মাতম চলছে। তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।