চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

প্রকাশ: ২০২০-০৬-২৭ ২১:২৭:৪৫ || আপডেট: ২০২০-০৬-২৭ ২১:২৭:৪৯

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (২৭ জুন) সকাল ১০ টার দিকে বিজিবির জোয়ানরা বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে ঘুমধুম বিওপির সদস্যরা। এ অভিযানে বিজিবি জড়িত কাউকে আটক করতে পারে নি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে,গণমাধ্যমকে জানান মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার ৩৪ বডার গার্ড ব্যটালিয়ন (বিজিবি) এর ঘুমধুম বিওপি’র জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহল দল ফাঁদ পেতে থাকে। এর পর ঘুমধুম ইউনিয়নের নওয়াপাড়া থেকে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন বিজিবি এ দলটি। উদ্ধার কৃত এ ইয়াবার মূল্য দেড় কোটি টাকা বলে বিজিবি সূত্র জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *