চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় ভাগ্নে খুনের ঘটনায় মামা গ্রেপ্তার

প্রকাশ: ২০২০-০৭-০১ ০৭:৪৯:৫৪ || আপডেট: ২০২০-০৭-০১ ০৭:৪৯:৫৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি|
রাঙ্গুনিয়ায় ভাগ্নে খুনের ঘটনায় জড়িত মামা মো. ইউনুস (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীরহাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে সকালে আদালতে সোপর্দ করা হলে খুনের সাথে জড়িত থাকার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন ম্যাজিস্ট্রেটের কাছে। এরপর তাকে জেল হাজতে পাঠায় আদালত। সে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের মুহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার (২৯ জুন) বিকালে তুচ্ছ ঘটনার জেরে তার ভাগিনা সম্পর্কের মো. রনি (২২) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ইউনুস। নিহত রনি রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি এলাকার রফিক চেয়ারম্যান কলোনীর মো. মাহবুব এর ছেলে। ঘাতক ইউনুস সম্পর্কে নিহত রনির আপন মামার শ্যালক। স্থানীয়রা জানায়, রনি প্রায়ই ইউনুসের ভাড়া বাসায় আসা যাওয়া করতো। সোমবার তুচ্ছ ঘটনায় দু’জনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউনুস দা দিয়ে রনির বুকে কোপ দিয়ে বসে। এতে গুরুতর যখম হলে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার এসআই মো. জয়নাল বলেন, রনির ভাই রুবেল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ঘাতক ইউনুসকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *