চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে করোনায় তানিয়া নামে আরও এক বাংলাদেশি ডাক্তার তরুণীর মৃত্যু

প্রকাশ: ২০২০-০৭-০১ ০৭:৩০:০৭ || আপডেট: ২০২০-০৭-০১ ০৭:৩০:১১

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি-

রিয়াদে করোনায় ফরহানা হক তানিয়া নামে আরও এক বাংলাদেশি তরুণী ডাক্তারের মৃত্যু হয়েছে।

গত ৩০ জুন সৌদি আরবের রাজধানী রিয়াদে ডাঃ ফরহানা হক তানিয়া (৩৬) মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহে নগরীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় এ তরুণী ডাক্তারের মৃত্যু হয়।

জানা যায়, ডাঃ ফরহানা হক তানিয়া রিয়াদ নগরীর একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ হজ্ব পালনে আসা মক্কা-মদিনা অবস্থানরত হাজ্বীগণ’দের টেলিফোন অথবা ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা দিতেন।
সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত মোট ছয় জন বাংলাদেশি চিকিৎসকসহ প্রায় সাড়ে ৫ শত বাংলাদেশির মৃত্যু হয়েছে।

করোনায় নিহত ডাঃ ফরহাদ হক তানিয়া ডাঃ ইশতিকারুল হকের সহধর্মিণী।

অন্যদিকে, ৫০ জনের মৃত্যু-সৌদিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪,৩৮৯ জন। গত ৩০ জুন সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৪,৩৮৭ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯০,৮২৩ জন। মারা গেছে ৫০ জন, এই নিয়ে দেশটিতে মৃত্য হয়েছে ১,৬৪৯ জনের। সুস্থ হয়েছেন ৩,৬৪৮ জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়েছেন ১৩০,৭৬৬ জন। তথ্য সূত্রেঃ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *