চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ৭৮তম জন্মদিন পালিত

প্রকাশ: ২০২০-০৭-০২ ০৭:২৯:৪৪ || আপডেট: ২০২০-০৭-০২ ০৭:২৯:৫৫

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম):

চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপান্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে সাহিত্যিক আহমদ ছফা পরিষদ চন্দনাইশ শাখার উদ্যোগে এক আলোচনা সভা চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৩০জুন ২০২০ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহজাহান আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ সভাপতি গাজী মো. বোরহান উদ্দীন ও উপদেষ্টা মো. আবদুর রহিম সওদাগর সহ প্রমুখ।

এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহম্মদিয়া এ এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ ।

বক্তারা সাহিত্যিক আহমদ ছফার অনবদ্য সাহিত্য তথা সৃষ্টিকর্মের কথা উল্লেখ করে বলেন শুধু বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যাংগনে তিনি নিজ প্রতিভার গুণে স্থায়ী আসন দখল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *