চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ২০তম প্রয়াণ দিবস পালিত

প্রকাশ: ২০২০-০৭-২৮ ১৯:৪৩:৪৬ || আপডেট: ২০২০-০৭-২৮ ১৯:৪৩:৫১


চট্টগ্রামের চন্দনাইশে কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২০তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে স্মারক আলোচনা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ- বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গতকাল ২৮ জুলাই (মঙ্গলবার) বিকালে আহমদ ছফার গ্রামের বাড়ি সংলগ্ন দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মো. পাড়া রহমানিয়া আহমদিয়া এ.এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সাহিত্যিক আহমদ ছফা পরিষদ ও শুদ্ধ বানান চর্চা শুবাচ চন্দনাইশ উপজেলার শাখার উদ্যোগে সাহিত্যিক আহমদ ছফার স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমান এর সভাপতিত্বে এবং সাহিত্যিক আহমদ ছফা পরিষদ ও শুবাচ সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দিন, প্রধান আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ও লোক-সাহিত্যি গবেষক শামশুল আরেফিন, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন, সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সভাপতি শাহজাহান আজাদ, শুবাচ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি শিক্ষক গাজী মোহাম্মদ বোরহান উদ্দীন। এতে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার নুরুল আলম, গীতিকার ও সুরকার বাদশা আলম, কবি মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান, সাংবাদিক শাহনুর দস্তগীর, তৌফিক আলম চৌধুরী, জয়নাল আবেদিন, মো. আরফাত হোসেন, সাহিত্যিক আহমদ ছফার স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহকারি মো. তারেক, শিক্ষক মাওলানা হাফেজ মো. জাহেদুল ইসলাম, মাওলানা ইয়াছিন আরফাত রুবেল, মাওলানা হাফেজ মো. সাইফুল ইসলাম, শিক্ষিকা সোলতানা ইয়াছমিন, শাহিন আকতার, জেসমনি আকতার শাপলা প্রমুখ

বক্তরা বলেন, তিনি শুধু বাংলা সাহিত্যি নয়, বিশ্ব সাহিত্যের অঙ্গনে নিজ প্রতিভার গুণে স্থায়ী আসন দখল করেছেন। আহমদ ছফা বুদ্ধিজীবি হিসেবে ছিলেন আপষহীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *