চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানের ডাবুয়ায় এক হাজার পরিবারে কামরুল হাসান বাহাদুরের ত্রাণ বিতরণ

প্রকাশ: ২০২০-০৭-২৮ ২০:৪৮:১২ || আপডেট: ২০২০-০৭-২৮ ২০:৪৮:১৬

প্রদীপ শীল, রাউজান|
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর আহবানে সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ডাবুয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল হাসান বাহাদুর। ২৮ জুলাই মঙ্গলবার পৃথক পৃথক দুইটি স্থানে এক হাজার পরিবারে এই ত্রাণ বিতরণ করা হয়। পশ্চিম ডাবুয়া মাদ্রাসা মাঠ ও ডাবুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল হাসান বাহাদুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, ডাঃ সুজিত দত্ত, ইউপি সদস্য নাজিম উদ্দিন, ইউপি সদস্য শীতল শীলসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগে ননেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, করোনা প্রাদুর্ভাব শুরু থেকে মানুষের জন্য বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা বরাদ্দ অব্যাহত রয়েছে। আসন্ন কোরবানি ঈদকে সামনে কামরুল হাসান বাহাদুর হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এছাড়া রাউজানের সাংসদ ও সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর ব্যবস্থাপনায় ৭০ হাজার পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল হাসান বাহাদুর বলেন, রাউজানের সাংসদের একজন কর্মী হিসাবে ডাবুয়া বাসীর পাশে থাকতে চাই। আমরা চেষ্টা করছি সাংসদের ব্যবস্থাপনায় ও তরুণ আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরীর মানবিক কাজে পাশে থাকতে। যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, করোনার মতো ভয়াবহতার অন্ধকার থেকে আলোর পথে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া। রাউজানের সাংসদের মহানুভবতা ও সৃষ্টিশীল কর্মযজ্ঞ রাউজান বাসীকে আলোকিত করেছে। তরুণ প্রজম্মের দিকপাল ফারাজ করিম চৌধুরী আমাদের আশার বাতিঘর। তার সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি মানব কল্যাণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *