admin
প্রকাশ: ২০২০-০৮-১৬ ২১:৫০:২৮ || আপডেট: ২০২০-০৮-১৬ ২১:৫০:৩৫
রাঙ্গুনিয়া প্রতিনিধি|
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালি উপজেলার বেতবুনিয়া ছাইরি বাজার এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেল আরোহী রাঙ্গুনিয়ার মাওলানা মুহাম্মদ ত্বকি আমিরি (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৬ আগস্ট) দুপুরে কাউখালি উপজেলার বেতবুনিয়ার ছাইরি বাজার সুগার মিল ব্রীজের উপর এই দূর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা মুহাম্মদ ত্বকি আমিরি রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের মাওলানা অলি উল্লাহ’র ছেলে। রাউজান উপজেলার চৌধুরীহাটে তার একটি জুতার দোকান রয়েছে। সেখানে যাবার পথে এই র্দূঘ্টনা ঘটে।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব আলী জানান, মোটরসাইকেল আরোহী ত্বকি রাঙ্গুনিয়া থেকে রাউজান যাবার পথে রাঙ্গামাটি সড়কের বেতবুনিয়া সুগার মিল ব্রিজের উপর এলে বিপরীত দিক থেকে রাঙ্গামাটিমূখী একটি দ্রুতগামী প্রাইভেট কার চাপা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী ত্বকি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তার মস্তিষ্কে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে বলে তিনি জানান।