admin
প্রকাশ: ২০২০-০৮-১৭ ২১:২০:১৩ || আপডেট: ২০২০-০৮-১৭ ২১:২০:১৯
মহেশখালী প্রতিনিধি|
কক্সবাজারের মহেশখালীতে লাগোয়া প্রধান সড়কের কালভার্টের পাশ থেকে মাটি সরে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ভারী বৃষ্টির পানি ও জোয়ারের পানির তোড়ে উপজেলার জনতাবাজার-গোরকঘাটা সড়কের ছোট মহেশখালী খালের সাথে লাগোয়া কালভার্টটির পাশে মাটি সরে গেলে সড়কে পাশ থেকে ও মাটি ধসে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, কালভার্টটির পাশ থেকে বিভিন্ন সময় মাটি ধসে পড়লেও কালভার্টের পাশে সুরক্ষা দেয়াল স্থাপন না করায় বৃষ্টির পানিতে প্রায়ই সময় ভাঙন সৃষ্টি হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে সংস্কারের উদ্যোগ না নেয়ায় ধীরে ধীরে ভাঙন দীর্ঘ হচ্ছে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে বলেন, জোয়ারের পানির তোড়ে কালভার্টের একাংশ ধসে গেছে। এটি বৃষ্টি থামলে আগামীকাল সংস্কার কাজে হাত দেয়া হবে।