চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

বাঁশখালীতে মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা

প্রকাশ: ২০২০-০৮-২০ ২১:৫৫:১৩ || আপডেট: ২০২০-০৮-২০ ২১:৫৫:১৮

বাঁশখালী প্রতিনিধি|

বাঁশখালী করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা নির্বাহীম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে এই অভিযার পরিচালিত হয়। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করায় সিএনজি টেক্সিচালক ও যাত্রীসহ ১১ ব্যক্তিকে ২ হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে মানুষকে আরো সচেতন করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ১১ ব্যক্তির কাছ ২২শ’ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *