চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

শিপ্রার রিট খরিজ

প্রকাশ: ২০২০-০৮-২০ ২১:৩০:১৯ || আপডেট: ২০২০-০৮-২০ ২১:৩০:২৩

সাতক্ষীরার এসপি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারের বিরুদ্ধে করা শিপ্রা দেবনাথের  উত্থাপিত রিট খারিজ করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) আদালত এই রিট খারিজ করেন।

রিটে দুই পুলিশ কর্মকর্তার শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়র আর্জি জানানো হয়।

রিটে বিবাদী করা হয়- মন্ত্রিপরিষদের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান পরিচালক, খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্টদের।

এর আগে গত রবিবার (১৬ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক রিটটি দায়ের করেন। গত ১৬ আগস্ট দেশের একটি জাতীয় দৈনিকে ‘Cyberbullying now adds to her trauma’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে তিনি এই রিট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *