চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

মালয়েশিয়ায় পতাকা ‘উল্টো করে টাঙানোয় বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশ: ২০২০-০৮-২৩ ১৭:৫৪:৪৬ || আপডেট: ২০২০-০৮-২৩ ১৭:৫৪:৫১

বিদেশ ডেস্ক|

মালয়েশিয়ায় কেদাহ রাজ্যের পতাকা ‘উল্টো করে টাঙানোর’ অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, কুয়ার পান্ডক মায়াহ এলাকা থেকে ‘গোপন সংবাদের’ ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ৩২ বয়সী এক হোটেলকর্মী ও তার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

ল্যাংকাউই জেলা পুলিশের প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বিবৃতিতে বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে আমরা এ বিষয়ে গোপন সংবাদ পাই। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টো করে টানানো পতাকার ছবি ভাইরাল হয়।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘রেস্টুরেন্টের ৫৮ বছর বয়সী মালিক তার বাংলাদেশি কর্মীকে কেদাহ পতাকা টাঙাতে বলেন। কিন্তু তিনি উল্টো করে টাঙানোর বিষয়টি বুঝতে পারেননি।’

পেনাল কোডের ৫০৪ এবং ১৪ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। একই সঙ্গে অভিবাসী আইনের ৩৯বি ধারায়ও অভিযোগ আনা হয়েছে।

মালয়েশিয়ায় প্রায় প্রতিদিন কোনো না কোনো বাংলাদেশিকে গ্রেপ্তারের খবর আসছে। তার রেশ কাটতে না কাটতে গত বৃহস্পতিবার আরও তিন বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করে ১৪ দিন রিমান্ডে নেয় দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *