প্রদীপ শীল রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৮-৩১ ১১:১০:১১ || আপডেট: ২০২০-০৮-৩১ ১১:১০:১৬
প্রদীপ শীল, রাউজান|
রাউজান উপজেলা আওয়াামী লীগের আমৃতত্যু সভাপতি মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর সহধর্মীনি রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানার মাতা ফেরদৌস আরা চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না …রাজেউন) । গত ২৯ আগষ্ট শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে নগরীর পার্কভিউ হাসপাতালে তিনি শেষ:নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমা ফেরদৌস আরা চৌধুরী দুই ছেলে সন্তান ও ৫ কন্যা সন্তান সহ অনেক আত্বীয় স্বজন রেখে যান। ৩০ আগষ্ট রবিবার সকাল ১১ টার মরহুমা ফেরদৌস আরা চৌধুরীর জানাজার নামাজ রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড়স্থ সুলতানপুর ছিটিয়া পাড়া হাসমত আলী চৌধুরী বাড়ীর সামনের মাঠে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবীর কবরের পাশে দাফন করা হয়। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় মরহুমার লাশ গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা দাফন করেন। মরহুমা ফেরদৌস আরা চৌধুরীর জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল, মরহুমার ভাই অধ্যাপক ফয়জুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগের সহ সভাপতি পৌর কাউন্সিলর কাজী ইকবাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আওয়ামীলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।