এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৯-০৫ ০০:১৯:০২ || আপডেট: ২০২০-০৯-০৫ ০০:১৯:০৮
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে খইয়াছড়া ঝর্ণা থেকে পড়ে এক পর্যটক নিহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের দশ স্তর বিশিষ্ট খইয়াছড়া ঝর্ণার উপর থেকে নীচে পড়ে যান ফয়েজ আহমেদ প্রকাশ খাজু (৩৯)। তিনি ফেনী পৌরসভার বড়াইপুর গ্রামের মো: ইদ্রিসের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিহতের লাশ পাহাড়ের গভীর থেকে উদ্ধার করা হয়।
মিরসরাই থানার পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশ বলেন, শুক্রবার সকালে ফেনী জেলা থেকে ফয়েজ আহমেদ সহ তার ৯ বন্ধু মিলে খইয়াছড়া ঝর্ণায় যায়। ঝর্ণার একদম শেষ ধাপে উঠার পর ফয়েজ আহমেদ পা পিছলে নীচে পড়ে যান। পরবর্তীতে খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য মিরসরাই থানা পুলিশ, মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ অভিযান শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করা হয়।