চট্টগ্রাম, , সোমবার, ৭ অক্টোবর ২০২৪

admin

চকরিয়ায় ব্যাটারি চালিত রিক্সা উল্টে সবজি ব্যবসায়ী নিহত

প্রকাশ: ২০২০-০৯-০৯ ২০:৪২:১৩ || আপডেট: ২০২০-০৯-০৯ ২০:৪২:১৯

কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারি চালিত রিক্সা উল্টে সাহেদুল করিম (২৬) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে ফাঁসিয়াখালী-লামা সড়কের হাঁসেরদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাহেদুল ডুলাহাজারা ইউনিয়নের উত্তর পাড়ার মমতাজ আহমদের ছেলে ও ডুলাহাজারা বাজারের সবজি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাহেদুল সকালে লামার কুমারী বাজার থেকে সবজি নিয়ে হাঁসেরদিঘি এলাকায় যাওয়ার পথে রিক্সাটি উল্টে যায়। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নওফেল বিন আলম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত রিক্সাটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *