চট্টগ্রাম, , রোববার, ৬ অক্টোবর ২০২৪

admin

কাপ্তাইয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশ: ২০২০-০৯-১৯ ২৩:৩৩:২৮ || আপডেট: ২০২০-০৯-১৯ ২৩:৩৩:৩৩

কাপ্তাই প্রতিনিধি|
কাপ্তাইয়ের শিশু শ্রমিক মিজানুর রহমান (১২)। দরিদ্র সংসারে বাবা এনামুলকে সহায়তা করতে মাত্র বারো বছর বয়সেই কাজ শুরু করে রাইখালী মোড়ের সেকান্দারের দোকানে। মাস শেষে যা আয় হতো তাই তুলে দিত সংসারে।

শনিবার (১৯ই সেপ্টেম্বর) দুপুর দুইটায় দোকানের কাজ শেষে রাইখালী ইউনিয়নের কাজীপাড়া জামে মসজিদ পুকুরে গোসল করতে নেমেই পানিতে ডুবে যায় মিজানুর রহমান (১২) নামের এই কিশোর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এমন তথ্য জানিয়েছেন চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। তিনি জানান, পরে তাকে নিজ বাড়ি কাপ্তাই থানাধীন রেশমবাগান এলাকায় নিয়ে যায় বলে জানতে পারি।

এই বিষয়ে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তবে আমাদের কেউ এখনো জানায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *