আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৯-২২ ১২:৩৯:১৫ || আপডেট: ২০২০-০৯-২২ ১২:৩৯:২১
টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি|
কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব-১৫।
আটককৃত যুবকের নাম মো. হোছেন (২৪)। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগানসহ এক রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো. হোছেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটারগানসহ এক রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সে এসব অস্ত্র ও সরঞ্জামাদি টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্য নিজের কাছে রেখেছে বলে স্বীকার করে।
তিনি আরও জানান, আটককৃত যুবক ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।