আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৯-২৪ ২৩:৩৯:০৬ || আপডেট: ২০২০-০৯-২৪ ২৩:৩৯:১১
আবদুল্লাহ মনির, টেকনাফ|
কক্সবাজারে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সদস্যদরা অভিযান চালিয়ে হ্নীলা থেকে হোয়াইক্যং’র মাদক ব্যবসায়ী হারুন আটক।
এসময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ মাদকদ্রব্য অফিসে দায়িত্বরত পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে হ্নীলা বাস ষ্টেশন জামে মসজিদের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হোয়াইক্যং ইউনিয়ন ৭নং ওয়ার্ড সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আব্দুস শুক্কুরের পুত্র মাদক ব্যবসায়ী হারুন(২৪)কে ইয়াবাসহ আটক করে।
তিনি আরো জানান,আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তি কার্যক্রম শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।