চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশ: ২০২০-০৯-২৯ ২২:২৯:৪৪ || আপডেট: ২০২০-০৯-২৯ ২২:২৯:৪৬


আনোয়ারা প্রতিনিধি|
আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে হযরত শাহ্ মোহছেন আউলিয়ার মাজারে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.শাহাবুদ্দীনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী। বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আবু হানিফের সঞ্চালনে আরও উপস্থিত ছিলেন বটতলী ইউপি সদস্য মো. দিদ মো.ইসমাঈল,আকতার হোসেন মনু,নুরুল হক,মাহাবুব আলী,নুরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা আবদুল হাকিম,নুরুল ইসলাম,আবুল কাশেম,নুর মোহাম্মদ নুরু,যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাপ্পী,ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মন্টুসহ আওয়ামী লীগ,যুবলীগ,শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *