চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

admin

চকরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জাহেদ সভাপতি, মিজবাউল হক সম্পাদক নির্বাচিত

প্রকাশ: ২০২০-১০-১৬ ০০:৩৩:৪৯ || আপডেট: ২০২০-১০-১৬ ০০:৩৩:৫৪

চকরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচন পরবর্তী রাত ১০টায় ৩৭ সদস্যের ভোটে নির্বাচিত ২১সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন দৈনিক প্রথম আলো’র চকরিয়া প্রতিনিধি এস.এম হানিফ।

এতে সভাপতি নির্বাচিত হন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি এম. জাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক ভোরের কাগজ, চট্টগ্রাম মঞ্চ, দৈনিক কক্সবাজার চকরিয়া প্রতিনিধি মিজবাউল হক। দ্বি-বার্ষিক নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি যথাক্রমে এম.এইচ আরমান চৌধুরী (দৈনিক ইত্তেফাক), মুকুল কান্তি দাশ (দৈনিক আমাদের সময়) ও জিয়াউদ্দিন ফারুক (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন (দৈনিক ভোরের ডাক) ও মোহাম্মদ উল্লাহ(দৈনিক আমার সংবাদ), অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর(দৈনিক আমাদের কক্সবাজার), দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন(দৈনিক বাংলাদেশের খবর), আপ্যায়ন সম্পাদক এস.এম হান্নান শাহ(দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজালাল শাহেদ(দৈনিক সংগ্রাম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলি উল্লাহ রনি (দৈনিক খবরপত্র), ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন(দৈনিক ভোরের সময়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম. রিদুয়ানুল হক(দৈনিক বাংলাদেশ সমাচার), নির্বাহী সদস্য আবদুল মজিদ(দৈনিক মানবকণ্ঠ), এস.এম হানিফ(দৈনিক প্রথম আলো), এ.কে.এম ইকবাল ফারুক(দৈনিক পূর্বদেশ), আবদুল মতিন চৌধুরী(দৈনিক জনতা), ফেরদৌস ওয়াহিদ(দৈনিক এশিয়া বাণী), এম.জুনাইদ উদ্দিন(অন্য দিগন্ত) ও সাইফুল ইসলাম সাইফ (দৈনিক বাঁকখালী)।

এতে সদস্য হিসেবে রয়েছেন এ.এম ওমর আলী (দৈনিক দিনকাল), বশির আল মামুন (দি নিউ এইজ), মোহাম্মদ জাহেদ (বাংলাদেশ বেতার), বি.এম হাবিব উল্লাহ(দৈনিক ভোরের দর্পণ), মোস্তফা কামাল উদ্দিন (দৈনিক কালবেলা), এম.নুরুদ্দোজা জনি (দৈনিক আমাদের চট্টগ্রাম), সাঈদী আকবর ফয়সাল (দৈনিক কক্সবাজার বার্তা), আবুল মনছুর মো. মহসিন(দৈনিক আলোকিত সকাল), আবদুল করিম বিটু(দৈনিক জবাবদিহি), শাহরিয়ার মাহমুদ রিয়াদ (দৈনিক বাংলাদেশের আলো), মোহাম্মদ ইলিয়াছ আরমান(এশিয়ান টিভি), ইমরান হোসাইন(দৈনিক সময়ের আলো), মোস্তফা কামাল (দৈনিক আজকের দেশ বিদেশ), ওয়াহিদুল হাসান রাহী(দৈনিক আপনকণ্ঠ), মো. নিজাম উদ্দিন (দৈনিক ইনানী) ইউসুফ বিন হোসাইন(দৈনিক বাংলাদেশ কণ্ঠ), রাজু দাশ (আনন্দ বাজার)প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *