জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০২০-১০-২৩ ১৭:২৩:১৯ || আপডেট: ২০২০-১০-২৩ ১৭:২৩:২৫
আনোয়ারা প্রতিনিধি|
আনোয়ারায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী অসহায় দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ পদ্মপাড়া,ঝিওরী,পূর্ব বারখাইন ও শোলকাটা এলাকার মোট এক হাজার পরিবারে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইউসিবিএলের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও শিল্পপতি আসিফুজ্জামান চৌধুরী জেমির পক্ষে এসব বস্ত্র বিতরণ করেন সাবেক এমপি প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাবেক সহকারী একান্ত সচিব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা খোরশেদুল আলম হিরো,উপজেলা যুবলীগ নেতা আনিসুর রহমান,মান্না দে,জোটন মজুমদার,সঞ্জয় দত্ত,জুয়েল মজুমদার,জনি দত্ত,নিতাই মজুমদারসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় বোরহান উদ্দিন মুরাদ বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সুন্দর কাজ,আত্মশুদ্ধি এবং মানব কল্যাণই ধর্মের মূল কথা। এখানে আমরা ঈদ-পূজা-পার্বণ,বড়দিন সবাই মিলেমিশে উদযাপন করি। এটাই বাঙালি জাতির অন্যতম শক্তি।