চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, ১৩ নাবিক নিখোঁজ

প্রকাশ: ২০২১-০১-২৩ ২১:২৮:১২ || আপডেট: ২০২১-০১-২৩ ২১:২৮:১৭

কর্ণফুলী বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফভি যানযাবিল নামের একটি ফিশিং জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ঘটনা ঘটে।

এ সময় আশপাশের কয়েকটি মাছ ধরার জাহাজ ১৩ নাবিককে উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৩ নাবিক। তবে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌ-বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান।

তিনি দৈনিক পূর্বকোণকে বলেন, শনিবার ভোর সাড়ে ৪ টায় সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এফভি যানযাবিল নামের একটি ফিশিং ভ্যাসেল ২৬ জন নাবিক নিয়ে ডুবে গেছে। এ সময় আশপাশের অন্যান্য মাছ ধরার জাহাজ ১৩ জন নাবিককে উদ্ধার করতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের একটি ও নৌ-বাহিনীর দুটি জাহাজ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *