চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

সু-চিকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবে: বাইডেন

প্রকাশ: ২০২১-০২-০১ ২২:৩৭:৫৮ || আপডেট: ২০২১-০২-০১ ২২:৩৮:০৫

বিদেশ ডেস্ক|
মিয়ানমারে নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে আগামী এক বছরের ক্ষমতা নিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ সেদেশের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

এমন পরিস্থিতিতে সেনা অভ্যুত্থানে আটক অং সান সু চিসহ মিয়ানমারের বেসামরিক রাজনীতিবিদদের ছেড়ে দেওয়া না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম পলিটিকো এ তথ্য জানায়।

প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নেওয়ার কিছুদিনের মধ্যেই মিয়ানমারের সেনা অভ্যুত্থান তার পররাষ্ট্রনীতির জন্য ‘চ্যালেঞ্জ’ হয়ে দেখা দিয়েছে। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। এমনকি কমিউনিস্ট নেতৃত্বাধীন চীনের বিরুদ্ধেও এ নীতি অটল থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *