admin
প্রকাশ: ২০২১-০২-০৬ ২০:২৬:০২ || আপডেট: ২০২১-০২-০৬ ২০:২৬:০৪
চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি|
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ দোহাজারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পিকআপের গ্যাসের সিলিন্ডার বোতলে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি (পরিদর্শক) আবদুল হালিমের নেতৃত্বে দোহাজারী সিটি সেন্টারের সামনে চেকপোষ্ট বসিয়ে ঢাকা অভিমুখী খালি পিক-আপ (নং- ঢাকা মেট্রো-ঠ-১১-১১২৪) আটক করে।
এ সময় তাদের পেছনে থাকা স্টেশন ওয়াগান (নং- ঢাকা মেট্রো- গ- ১৭- ৯২৩৫) এ থাকা চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ পিকআপের গ্যাস সিলিন্ডার বোতল কেটে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
চালক রবিউল ইসলাম টুটুল (৩৫) কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার। পুরো দক্ষিণ চট্টগ্রামকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। চন্দনাইশে ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার পুলিশের সবচেয়ে বড় সফলতা বলে জানান তিনি।