admin
প্রকাশ: ২০২১-০২-০৬ ২০:১৯:১৬ || আপডেট: ২০২১-০২-০৬ ২০:১৯:২২
বিদেশ ডেস্ক|
মালয়েশিয়ায় এক বাংলাদেশির হাতে মোহাম্মদ রাজিব মিয়া (২৯) নামে আরেক বাংলাদেশি খুন হয়েছে। এ ঘটনায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাছে স্বদেশীকে হত্যা করার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশি।
দেশটির পেনাং শহরের পার্শ্ববর্তী জুরু সিম্পাং আম্পাত এলাকায় জেরেরিনিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ড্রেনে সিমেন্টে জমাটবাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশের তদন্ত চলছে। তবে সন্দেহভাজন হত্যাকারী বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, নিহত বাংলাদেশি ইউনিফর্ম তৈরির কারখানায় কাজ করা অবস্থায় গত ১৫ জানুয়ারি নিখোঁজ হন।
কারখানাটির ব্যবস্থাপক (বিক্রয়) জানান, শুক্রবার দুপুর দেড়টায় ওই কর্মচারীর মৃতদেহটি কারখানার পাশ্ববর্তী ড্রেনে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এ সময় একটি ছুরি, হাতুড়ি এবং রক্তমাখা একটি লোহার রড পাওয়া গেছে মৃতদেহ থেকে প্রায় দুই মিটার দূরে।
পুলিশ কর্তকর্তা শফি আবদ সামাদ জানান, লাশের ময়নাতদন্তের জন্য সেবারাং হাসপাতালে পাঠানো হয়েছে।