জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০২১-০২-০৭ ১৮:৩২:৫৬ || আপডেট: ২০২১-০২-০৭ ১৮:৩৩:০৭
আনোয়ারা প্রতিনিধি|
সারাদেশের ন্যায় আনোয়ারা উপজেলায় করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। ইউএনও শেখ জোবায়ের আহমেদ ও মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীকে টিকা প্রদানের মধ্য দিয়ে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজবাহুস সালেহীন,পার্থ সারথী সরকার ও শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এই দিন উপজেলা প্রশাসন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আনোয়ারা থানার বিভিন্ন কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধিসহ মোট ৭০ জনকে করোনার টিকা দেওয়া হয়।