admin
প্রকাশ: ২০২১-০২-০৮ ২০:০৭:৫৮ || আপডেট: ২০২১-০২-০৮ ২০:০৮:০৩
ডেস্ক রিপোর্ট|
গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে একজনকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে পুলিশের ছয় কনস্টেবলকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এসএএফ শাখার কর্মরত আছেন বলে জানা গেছে। রোববার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে’র আদালতে হাজিরের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) মো. হুমায়ন কবির। অভিযুক্ত ৬ পুলিশ সদস্যকে নগরীর এ কে খান এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ দল গ্রেপ্তার করে।
ছয় কনস্টেবল হলেন আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মোহাম্মদ মাসুদ এবং মোর্শেদ বিল্লাহ।
অভিযোগকারী আব্দুল মান্নান বলেন, গতকাল রোববার আনোয়ারা থানায় ডিবি পরিচয়ে টাকা আদায়ের একটি মামলা দায়ের করেছি। যেখানে আমি উল্লেখও করেছি যে, ৩ ফেব্রুয়ারি রাত ২ টার দিকে চারটি মোটরসাইকেল নিয়ে ৮ জন ব্যক্তি আমার বাড়িতে এসে ডিবি পুলিশ পরিচয়ে আমাকে তুলে নেয়।
পরে পটিয়ার ভেল্লাপাড়া সেতুর পূর্ব পাশে কৈয়গ্রাম রাস্তার মাথায় একটি দোকানে নিয়ে আমাকে জানায়, আমার নামে ডিবিতে অভিযোগ আছে। অভিযোগ থেকে নাম কাটাতে হলে ১০ লাখ টাকা লাগবে। এ সময় আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে তারা টাকা এনে দিতে জোর করলে দর কষাকষির পর ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা এনে দিলে ভোর ৫টার দিকে আমাকে ছেড়ে দিয়ে পটিয়ার দিকে চলে যায় অভিযুক্তরা। উক্ত আটজনের মধ্যে একজনের জ্যাকেটে ডিবি লেখা ছিল।