admin
প্রকাশ: ২০২১-০২-০৮ ১৭:৫০:১১ || আপডেট: ২০২১-০২-০৮ ১৭:৫০:১৬
ডেস্ক রিপোর্ট|
চট্টগ্রামের ডবলমুরিংয়ে স্বামীর সাথে ঝগড়া করে আমেনা বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আসকারাবাদের মেমগলি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আমেনার স্বামী অটোরিক্সাচালক রমজান আলীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ রানা পূর্বকোণকে বলেন, ‘পাঁচ মাস আগে ওই বাসায় ওঠেন আমেনার পরিবার। মাঝেমাঝে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সর্বশেষ গত রাতেও ঝগড়া হয়েছিল দু’জনের। সকালে ফ্যানের সঙ্গে রশি এবং ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আমেনা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেন আমেনা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।