admin
প্রকাশ: ২০২১-০২-০৯ ১৬:৫৮:৩১ || আপডেট: ২০২১-০২-০৯ ১৬:৫৮:৩৬
ডেস্ক রিপোর্ট|চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার সাঁথিয়া থানার ইদালি শেখের ছেলে মাসুদ শেখ (২৮) ও সদর এলাকার আফজাল মোল্লার ছেলে ফরিদ মোল্লা (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী অফিসার (মিডিয়া) মোহাম্মদ মাশকুর রহমান পূর্বকোণকে বলেন, ‘কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার হচ্ছে এমন খবর পেয়ে বাড়বকুণ্ড এলাকায় অভিযানে যায় র্যাব। এ সময় একটি ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় চালক ও হেলপারকে আটক করা হয়। পরে ওই ট্রাকের ভেতর পাওয়া যায় ২৬ হাজার ইয়াবা। আটককৃতদের বাড়বকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।’