চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মো: নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে আরও একটি ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

প্রকাশ: ২০২১-০৩-২৪ ২০:৪২:৫১ || আপডেট: ২০২১-০৩-২৪ ২০:৪২:৫৭

চন্দনাইশ প্রতিনিধি|
চন্দনাইশে পরিবেশ ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় মেসার্স শাহ ‍সুফী ব্রিকস নামে আরও একটি ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন। 

বুধবার (২৩ মার্চ )উপজেলার কাঞ্চননগর এলাহাবাদ এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালীব চৌধুরী ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজনীন সুলতানা অভিযান চালিয়ে ইটভাটাটি উচ্ছেদ করেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গতকাল সাতকানিয়া উপজেলার মাদারবাড়ি নয়াপাড়ার মেসার্স নূর হোসেন ফোরক কোং ব্রিকস ম্যানুফ্যাকচার্স নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা এ অভিযান চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *