admin
প্রকাশ: ২০২১-০৩-২৫ ১৩:১২:৩৯ || আপডেট: ২০২১-০৩-২৫ ১৩:১২:৪৫
মুন্সীগঞ্জ সদর উপজেলায় সালিশবৈঠক চলাকালীন সময়ে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সালিশের বিচারকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।
নিহত যুবকরা হলেন— উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সাকিব হোসেন (১৯)।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁজনকে আটক করেছে সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ইভটিজিংয়ের একটি ঘটনা নিয়ে সালিশ বৈঠক হয়। এ সময় ঘটনাটি মিথ্যা প্রমাণিত হয়। এ নিয়ে স্থানীয় কিশোর সৌরভ ও ইমনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সৌরভ গ্রুপ ও ইমন গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়।
এ ঘটনায় বিচারকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কী নিয়ে এ সংঘর্ষ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।